E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে বাঘের তাড়ায় দুই কিলোমিটার নদী পাড়ি দিয়ে প্রাণ বাঁচালো দুটি হরিণ

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৯:২৭:৩৭
সুন্দরবনে বাঘের তাড়ায় দুই কিলোমিটার নদী পাড়ি দিয়ে প্রাণ বাঁচালো দুটি হরিণ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহীন অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে এসে প্রাণ বাঁচালো প্রাপ্তবয়স্ক দুটি চিত্রল মায়া হরিণ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবন থেকে পশুর নদী সাঁতরে চিত্রল মায়া হরিণ দুটি বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রীজ এলাকায় এসে আশ্রয় নেয়। বন বিভাগ খবর পেয়ে দুপুরে অক্ষত অবস্থায় হরিণ দুটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে স্থানীয়রা দেখতে পায় সুন্দরবন থেকে পশুর নদী সাঁতরে দুটি হরিণ লোকালয়ে দিকে আসছে। সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে চিত্রল মায়া হরিণ দুটি বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রীজ এলাকায় এসে আশ্রয় নেয়। সাথে সাথেই স্থানীয়রা মোবাইল ফোনে বিষয়টি বন বিভাগকে জানায়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনরক্ষীদের সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার করা হরিণ দুটি দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনে অবমুক্ত করা হয়। উদ্ধার করা এই প্রাপ্তবয়স্ক চিত্রল মায়া হরিণ দুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। বাঘের তাড়া খেয়ে এক সাথে দুটি হরিণ বিশাল নদী সাঁতরে পার হওয়ায় ঘটনাটি বিরল হিসেবে উল্লেখ করে এই কর্মকর্তা আরো জানান, সুন্দরবন থেকে বাঘ হরিণসহ অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে চলে গেলে বন বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্ধার ও পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test