E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় মিলাদ মাহফিল 

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৭:৪৮:২৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় মিলাদ মাহফিল 

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় পবিত্র ঈদ মিলাদুন্নবী ও ফাতেহা -এ ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ব্যাঙছড়ি মুসলিম পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে রাতে ব্যাঙছড়ি মুসলিম পাড়া মাঠ সংলগ্ন  প্রাঙ্গণে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

গাউছিয়া কমিটি চিৎমরম ইউনিয়ন শাখা'র উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া'র সঞ্চালনায় এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাঙছড়ি মুসলিম পাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলতাফ সওদাগর। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন চট্টগ্রামের বোয়ালখালী সৈয়্যাদা নুর নাহার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ নুরশেদ রেজা (মু:জি:আ:)।

এসময় বিশেষ বক্তার বয়ান পেশ করেন, চিৎমরম আত-তৈয়্যব হাশেমিয়া ফরুকিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ ফারুক আজম কাদেরী।
আরও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান মো: দিলদার হোসেন ও কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো: লোকমান আহমেদ।

এর আগে উদ্বোধক হিসেবে মাহফিলের শুভ উদ্বোধন করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা'র শিক্ষার্থী শায়ের মোহাম্মদ এহসান জিসান। ব্যাঙছড়ি মুসলিম পাড়া যুব সমাজ মোহাম্মদ রাসেল,মোহাম্মদ আরিফ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, নবী করিম (সা.) ছিলেন, বিশ্বের ত্রাণকর্তা। তিনি না এলে আমরা আজ মুসলিম বলে পরিচয় দিতে পারতাম না। আমরা তার জন্ম ও মৃত্যু দিনে এমন আয়োজন করতে পেরে সৌভাগ্যবান। মহান আল্লাহ আমাদের এই আয়োজন কবুল করুন। আলোচনা শেষে নবী রাসূলের শানে দোয়া দরুদ ও মোনাজাত করা হয়। পৃথিবীর শুরু থেকে আগত নবী রাসূলসহ যত আওলিয়া এসেছেন, তাদের সবাইকে স্মরণ করা হয়।

এ সময় বিশ্ব মানবতার মুক্তির কান্ডারী ছরকারের দো-আলম নূরে মোজাচ্ছম রাহমাতুল্লিল আলামিন শফিউল মোজনবীন হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) এ ধরায় শুভাগমন উপলক্ষে পবিত্র জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী ও ফাতেহা - ইয়াদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল বিশ্ব মানবজাতির শান্তি কামনায় দোয়া কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test