E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

কালীগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে একই পরিবারের দুইজন আহত

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:১৬:৪৫
কালীগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে একই পরিবারের দুইজন আহত

কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে মসজিদ কমিটি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে একই পরিবারের দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন জাহাঙ্গীর আলম (৩৫) ও আব্দুর রশিদ (৪৫)। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আহতদের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, গতকাল শনিবার রাতে আব্দুর রশিদ ও তার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাজারের পাওনাদারের টাকা পরিশোধের উদ্দেশ্যে নগদ ৭৫ হাজার টাকা নিয়ে কাদিপুর গ্রাম থেকে নলডাঙ্গা বাজারের পথে রওনা দেন। পথিমধ্যে কর্মকারপাড়ায় গোলাম রসুলের দোকানের সামনে ওত পেতে থাকা গোলাম রসুল, আসাদুল ইসলাম, সুমন, ইমন, সালমা বেগমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

আজ রবিবার আহত জাহাঙ্গীর আলমের পিতা ও আব্দুর রশিদের চাচা কুদ্দুস মন্ডল বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রশিদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়ায় তিনি গুরুতর আহত হন। হামলায় বাধা দিতে গেলে তার চাচাতো ভাই জাহাঙ্গীর আলমও গুরুতর জখম হন। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীর আলমের বাম হাতের তর্জনী আঙুল কেটে যায়। এ সময় সালমা বেগম বাঁশের লাঠি দিয়ে জাহাঙ্গীরকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। সংঘর্ষের একপর্যায়ে আব্দুর রশিদের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকায় অশান্তি বিরাজ করছে।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test