E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে ৫২টি মন্ডপে পূজার আয়োজন

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:২০:১২
চাটমোহরে ৫২টি মন্ডপে পূজার আয়োজন

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় মোট ৫২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে চারিদিকে সাজ সাজ রব। দুর্গাপূজার মহাষষ্ঠীতে শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস। দেবী এবার গজে আগমন করবেন, গমন করবেন দোলায়। 

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রবিবার শুরু হয়েছে। চাটমোহরের ৫২ টি পূজা মন্ডপে শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠেছে অপরূপ। দূর্গা উৎসব পরিপূর্ণ করতে মন্ডপে মন্ডপে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চাটমোহর উপজেলা প্রশাসন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারিভাবে প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরকারি অধ্যাপক অশোক চক্রবর্তী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক।

রবিবার দুপুরে পৌর সদরের বাসিন্দা উৎপল কুন্ডু বলেন, সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের দুর্গা মাকে মন্দিরে অটোভ্যান গাড়িতে করে নিয়ে আসা হলো। প্রতিমায় এখনো কাজ সম্পন্ন হয়নি। প্রতিমায় কেশ লাগানোর কাজ বাকি রয়েছে। মন্দিরে এখন সেটা লাগানো হবে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য ছাড়াও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক ভিজিলেন্স টিম মাঠে রয়েছে।

(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test