E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্ব নদী দিবসে মানববন্ধন 

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:৩০:২৪
বিশ্ব নদী দিবসে মানববন্ধন 

চাটমোহর প্রতিনিধি : “আমাদের নদী, আমাদের অস্তিত্ব” এই শ্লোগান নিয়ে সারা দেশের সঙ্গে পাবনার চাটমোহরেও পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে উপজেলার রতনাই নদীর ভবানীপুর ব্রিজের উপর আজ রবিবার সকালে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। 

ধরিত্রী রক্ষায় আমরা-ধরা, ওয়াটার কিপার বাংলাদেশ, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা ও রতনাই নদী উদ্ধারে আমরা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভা কর্মসূচিতে সভাপতিত্ব করেন রতনাই নদী উদ্ধারে আমরা’র আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার মাষ্টার।

নদী দিবসের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও ধরিত্রী রক্ষায় আমরা’র কেন্দ্রীয় সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন, চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক ও সহকারি অধ্যাপক ইকবাল কবির রঞ্জু, মুলগ্রাম ইউপি সদস্য মো আবদুল হামিদ হামজু, ডিবিগ্রাম ইউপি সদস্য মো আবদুল মতিন বিশ্বাস, খলিলুর রহমান প্রমুখ।

পথসভায় বক্তারা ফরিদপুরের ডেমরা স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদী ও রতনাই নদী সচল রাখার দাবি জানান। পাশাপাশি নদীকে দখল ও দূষণমুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test