E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৩:০৫:৩২
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে নাশকতা মামলায়  গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ৯ টার দিকে তাকে সাতক্ষীরা শহরের পিটিআই মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুরের শওকত হোসেনের মেয়ে ও বর্ণমালা একাডেমির পরিচালক।

এদিকে সাতক্ষীরার আলীপুর কেন্দ্রিক একটি বিশেষ মহলের পরিকল্পনায় কাল্পনিক ঘটনার ২৩ দিন পর গায়েেবী মামলা দায়ের করে সাংসদ লায়লা পারভিন সেঁজুতি ও শামীমা পারভিন রত্নাকে পুলিশ গ্রেপ্তার দেখানোয় সাতক্ষীরার সংস্কৃতিমনা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন। একইসাথে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গত ১৯ মে সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাইপাস সড়কে সরকার পতনের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে চলতি বছরের ১১ জুন তারিখে সাতক্ষীরা সদরের বুলারাটি গ্রামের আব্দুল হামিদ সরদার বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সংরক্ষিত নারী আসনের সাংসদ লায়লা পারভিন সেঁজুতিসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী শ্রেণিভুক্ত করা হয়। এ মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে শামীমা পারভিন রত্নাকে রবিবার রাতে পিটিআই মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test