E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে এএম কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৯:২৪:০৩
জামালপুরে এএম কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের অবসরোত্তর ছুটির গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক সংসদ।

সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যক্ষ ও শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মো. আজাদ খান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক প্রফেসর ড. মো. আজাদ খান বলেন, প্রফেসর মো. হারুন অর রশিদ এ অঞ্চলের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে নিরলস পরিশ্রম করে গেছেন। তিনি যে কলেজেই যোগদান করেছেন, তাঁর মহৎ ছোঁয়ায় সেই শিক্ষাঙ্গন পেয়েছে উন্নয়নের ভিন্ন মাত্রা।

ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক এ কে এম আলিফউল্লাহ, আজীবন মাটি ও মানুষের কথা ভেবেছেন প্রফেসর মো. হারুন অর রশিদ। শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।

সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা, ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, প্রফেসর মো. হারুন অর রশিদ স্যার এর সহধর্মিণী সুফিয়া খাতুন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. সফিকুল ইসলাম আকন্দ, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান, সরকারি জাহিদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাহিমা সুলতানা, বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রদান প্রফেসর এ কে এম ফজলুল হক, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল রশিদ, বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল ইসলাম আব্দুল্লাহ প্রমুখ।

অনুভূতি ব্যক্ত করে কলেজের পদার্থ বিভাগের অধ্যক্ষ আব্দুল হাকিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএসডি গবেষণারত গবেষক ইয়াসমিন ইবনে মাসুদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যক্ষ মুঞ্জুরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যক্ষ মনোয়ার হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যক্ষ শাকির আহম্মেদ চৌধুরী, ইসমালের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যক্ষ লুৎফর রহমান বক্তব্য রাখেন।

অধ্যক্ষকে নিবেদন করে মানপত্র পাঠ ও প্রদান করেন প্রভাষক সেলিনা দিল আফরোজ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সংসদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test