E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর ও রাজবাড়ীতে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-১০ এর সর্বোচ্চ প্রস্তুতি

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৯:৪৬:১০
ফরিদপুর ও রাজবাড়ীতে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-১০ এর সর্বোচ্চ প্রস্তুতি

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা-কে সামনে রেখে র‍্যাব-১০ এর পক্ষ থেকে ফরিদপুর, রাজবাড়ী ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বী নাগরিকসহ সকল ধর্ম-বর্ণের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ও কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিরাপদ উৎসব নিশ্চিত করতে র‍্যাব-১০ নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে সকলে নির্বিঘ্নে, নিরাপদে এবং আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে বলা হয়েছে।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‍্যাব-১০ এর অধিনায়ক, এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম, সাংবাদিকবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মত বিনিময় সভা করেন। ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ডে বড় বাস মালিক সমিতির পূজা মন্ডপে অনুষ্ঠিত ওই সভার বিষয়ে 'দৈনিক বাংলা ৭১'কে অবগত করেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেল।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, র‍্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় ইতোমধ্যে পূজাকে ঘিরে একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তারা। ফরিদপুর জেলার ৭৫৭ টি এবং রাজবাড়ী জেলার ৪৪৪ টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে। সার্বক্ষনিকভাবে র‍্যাবের ৪ টি রোবাস্ট পেট্রোল, ৬ টি মোটরসাইকেল টহল ও সাদা পোশাকে র‍্যাবের টিম নিয়োজিত আছে। এছাড়াও র‍্যাবের প্রশিক্ষিত কমান্ডো, বোম ডিসপোজাল ইউনিট ও ড্রোন টিম এলাকাভিত্তিক সার্বক্ষণিক নজরদারি করছে। টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে, বিশেষ করে পূজামণ্ডপের আশেপাশে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।

এছাড়া, র‍্যাব-১০ এর গোয়েন্দা শাখা স্থানীয় পূজা কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করছে এবং সম্ভাব্য হুমকি চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, সাম্প্রদায়িক উসকানি প্রদান বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব-১০ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিকভাবে কাজ করছে।

র‍্যাব জানায়, এবারের দুর্গাপূজায় র‍্যাব-১০ কেবল নিরাপত্তা নয়, বরং মানবিক সহায়তা ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে। পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের সহায়তায় র‍্যাব-১০ এর পক্ষ থেকে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপ এলাকায় জরুরি চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি, এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাবের সদস্যরা নিয়মিতভাবে মণ্ডপ পরিদর্শন করছেন, দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন এবং যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা প্রদান করছেন। এছাড়াও, যানজট ও জনসমাগমকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা রোধে ট্রাফিক ব্যবস্থাপনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে র‍্যাব-১০ সমন্বয় করে কার্যকরী ভূমিকা রাখছে। পূজার সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, সেজন্য র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল টিমও প্রস্তুত রয়েছে।

তারা আরও জানান, র‍্যাব-১০ মনে করে, ধর্মীয় উৎসব শুধুই একটি নির্দিষ্ট গোষ্ঠীর উদযাপন নয়, বরং এটি বাংলাদেশের বহুজাতিক ও বহুধর্মীয় সমাজের ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। সেই লক্ষ্যে র‍্যাব-১০ এর প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে। সকল নাগরিকের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা নিশ্চিত করা সম্ভব।

র‍্যাব সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, র‍্যাব-১০ পূজামণ্ডপে আগত সকল দর্শনার্থী, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। র‍্যাব আশা প্রকাশ করে সবার সহযোগিতায় এই উৎসব হয়ে উঠবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এবং বাংলাদেশের ঐক্যবদ্ধ সংস্কৃতির প্রতিফলন।

পরিশেষে, শারদীয় দুর্গাপূজা নিরাপদ, আনন্দময় ও সম্প্রীতিময় হোক এমনটি আশা প্রকাশ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সদস্যবৃন্দ।

(আরআর/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test