E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৯:৪৮:১৬
জামালপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ে সংবাদকর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে এবং জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক।

বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রমণ হলেও টিকা নেওয়ার মাধ্যমে এর ঝুঁকি সহজেই প্রতিরোধ করা সম্ভব। এজন্য আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই কর্মসূচির আওতায় শিশুদের জন্য বিনামূল্যে টিকা দেওয়া হবে।

আয়োজকরা গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান, প্রচার-প্রচারণার মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে অভিভাবকেরা সময়মতো তাদের সন্তানদের টিকা দিতে উৎসাহিত হন।

সূত্র জানায়, আগামী ১২ অক্টোবর থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থায়ী, অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৬ লাখ ৩৫ হাজার ৩২২ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে।

কর্মশালায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test