E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত

২০২৫ সেপ্টেম্বর ৩০ ২০:০০:৩৯
ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত

দীপক চন্দ্র পাল, ধামরাই : সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শুরু হয়েছে শারদীয়া উৎসবের প্রধান আয়োজন মহা অষ্টমি পূজা। কুমারী পুজার আয়োজনে ধামরাইয়ে পূজারীদেরও মধ্যে উৎসাহ আনন্দ বিরাজ করছে।

প্রতিবারের মত ধামরাইয়ের এবারও কায়েত পাড়ার বকুল তলায় বাসুদেব মন্দির কমিটি আয়োজিত মহা অষ্টমি পূজায় অনুষ্ঠিত হয়“কুমারীপূজা ”। এছাড়া ধামরাইয়ে ২০২ টি মন্ডপেই পূজারীদের ভীড় মহা উৎসব আনন্দ কোলহল মূখর গোটা ধামরাই।

এবার দেবী রূপে সাজিয়েছে মিষ্টু চক্রবর্তীকে।চোখে কাজল রূপ সজ্জায় পরিপাটি করে সাজানো,চন্দন ফুটা কপালে ,ফুলের মালা আর পায়ে আলতা দিয়ে যেন দূর্গা মায়েরই আদলে সাজিয়েছে ধামরাইয়ের ৭ বছরের রাখি চক্রবর্তীকে । ঢাক-ঢোল কাসর ঘন্টা আর বাদ্যের সাথে শংখ ধ্বনি ও আগত ভক্ত নারীদের উলু ধ্বনিতে মূখরিত পূজা মন্ডপ । কুমারী পূজা শেষে দেবী দূর্গা সাজে কুমারী পূজায় অংশ নেওয়া মিষ্টুকে আরতি শেষে ভক্তদের শভাশিষ প্রদান করে। উপচে পড়া ভক্ত দর্শনার্থীদের ঢল মহা আনন্দ উৎসব এখন ধামরাইয়ের প্রতিটি পূজা মন্ডপে।

আর প্রবাহমান কালের গতিতে ও ঋতুচক্রের আর্বতে প্রতিবছরের ন্যায় এবারো শরৎ এসেছে আগমনী বার্তা নিয়ে । আসুরিক শক্তি যখন মানবিক শক্তিকে পদদলিত করে.তখনই সর্ব শক্তিমান বিশ্ব স্রষ্টা আর্বিভূত হন ঈশ্বও রূপিণী মা দূর্গা রূপে।

সেই ধরা ধামে সন্তানেরা কাছে পেয়ে হয়ে মনমুগ্ধ ও আত্মহারা সকল ভক্তকুল। সবার কন্ঠে ধ্বনিত হয় “যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা,নমতৈস্যৈ নমঃতৈস্য নমস্তস্যৈ নমোঃ নমোঃ”। মাতৃ পূজার এই আযোজনকে ঘীরে ধামরাইয়ের সকল ভক্ত পূজারীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় আজ মহা অষ্ঠমি পূজায় ব্রতি হয়েছেন।

ঢাকার ধামরাই উপজেলার পৌর এলাকা বকুল তলায় দুর্গা মন্দিরের সভাপতি সুমন বণিক বলেন প্রতিবারের মত এবারো জাকজমক পুর্নভাবে কুমারী পুজার আযোজন করেছে পুজা শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা জয়েছে।পুজায় প্রসাশনিকভাবে নিরাপতবতা ব্যবস্থা রেখেছে।শান্তি পুর্নভাবে মারদীয় উৎসব চলছে।

(ডিসিপি/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test