E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে মন্দিরের নিরাপত্তায় সর্তক অবস্থানে র‌্যাব-৬

২০২৫ অক্টোবর ০১ ০০:৩২:৪৮
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে মন্দিরের নিরাপত্তায় সর্তক অবস্থানে র‌্যাব-৬

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব-৬। জেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে তারা। মঙ্গলবার বিকেলে শহরের হামদহ, বারোয়ারী, জোড়াপুকুর ও পাগলাকানাই মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান,ধর্মীয় উৎসব ঘিরে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে তারা। জেলার পূজামন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও প্রশাসনসহ সমন্বিতভাবে কাজ করছে র‌্যাব।

পূজামন্ডপ ঘিরে সাদা পোশাকের পাশাপাশি সশস্ত্র টহল বাড়ানো হয়েছে। অন্যদিকে পূজা উদযাপনকে কেন্দ্র করে নিরাপদ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগনকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

(এসই/এএস/অক্টোবর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test