E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় যৌথ বাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

২০২৫ অক্টোবর ০২ ১৪:২৯:০৫
সালথায় যৌথ বাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়া যায় যে সালথার ফুলবাড়িয়া এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসানো হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বোয়ালমারী সেনা ক্যাম্প এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়।

অভিযানে ইমরুল মুন্সী, মিন্টু মোল্যা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন নামে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং চার সেট তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানান, এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জনগণকে জুয়া ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

(এএনএইচ/এএস/অক্টোবর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test