E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

২০২৫ অক্টোবর ০২ ১৬:৫৬:২৬
সাতক্ষীরায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর টিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় সংলগ্ন মেহেদীবাগের বাড়িতে বুধবার (১ অক্টোবর) রাত আটটার দিকে এ চুরির ঘটনা ঘটে।

সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বুধবার রাত সাড়ে আটটার দিকে বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা দেখতে যান। রাত ১২ টার ১০ মিনিটের দিকে বাসায় ফিরে এসে দেখেন, বাড়ির প্রধান গেটের দুটি তালা খোলা। বাড়ির ভিতরের ক্লোবসিক্যাল গেটের তালাসহ প্রতিটি ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। জিনিসপত্র ঘরের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে।

ঘরের মধ্যে আলমারির লকারের তালা ও পোশাক আলমারি ভেঙে নগদ প্রায় ৮ লক্ষ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সব মিলিয়ে এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি হয়েছে বাড়ি থেকে। সিসি ক্যামেরার ফুটেজ যাঁচাই করে দেখা যায় যে দুর্বৃত্তরা রাত সাড়ে আটটার পরপরই এ কাজ করেছে।
ঘটনার পরপরই জেলা শহরে চোর আতঙ্কে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের নারিকেলতলা পূজামণ্ডপ সংলগ্ন জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্র এর বাড়িতেও প্রায় এক কোটি ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে মাত্র জেলা শহরের মাত্র ১ কিলোমিটারের মধ্যে এবং জেলা পুলিশ লাইনের প্রায় পাশেই রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িসহ পরপর দুটি ঘটনায় সাতক্ষীরা শহরে মানুষের জান ও মালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাত গভীর হলেও বিভিন্ন এলাকায় চলছে নানান আলোচনা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে ও জুয়েলারি ব্যবসায়ি গৌতম চন্দ্র এর বাড়িতে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

(আরকে/এএস/অক্টোবর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test