E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে শান্তিপূর্ণভাবে ২০৪টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন 

২০২৫ অক্টোবর ০৩ ০০:৩৩:২১
ধামরাইয়ে শান্তিপূর্ণভাবে ২০৪টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন 

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উৎসবের প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ বছর ধামরাইয়ের ২০৪টি দুর্গাপূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। এরমধ্যে অধিকাংশ প্রতিমাই ধামরাইয়ের কায়েতপাড়ার মাধববাড়ির ঘাট, চৌহাট, কুশুরা বংশী নদীর পাড়ে জমা হয়। এ সময় হাজার হাজার পূজারি-ভক্তরা বাদ্য-বাজনা বাজিয়ে ও পূজা-অর্চনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেন বংশী নদীতে।

এসময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ, থানার ওসি মনিরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ ব্যক্তিগত উদ্যোগে ধামরাইয়ের অধিকাংশ মন্ডপে প্রায় ১৫ লাখ টাকা অনুদান দেন।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ,সাবেক সংরক্ষিত ঢাকার এমপি সুলতানা আহাম্মেদ,বিএনপি নেতা নাজমুল হাসান আিভ পুজার এ কয়দিন ধামরাইয়ে বিএনপি নের্তৃবৃন্দ প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।
ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন ও ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবেই ধামরাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা উৎসব শেষ হয়েছে।

(ডিসিপি/এএস/অক্টোবর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test