E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাইখালীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ০৪ ০০:১৬:৩০
রাইখালীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা রাইখালীতে মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক ❞ এর উদ্যোগে ❝ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম তিনছড়ি তঞ্চঙ্গ্যা পাড়ায়, ভালুকিয়া দক্ষিণ পাড়া, তিনছড়ি মারমা পাড়া,তিনছড়ি নোয়া পাড়ায়, বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষার্থীর,৬ থেকে ৫০ বছর বয়সী ২'শ ৫০ জনকে এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ড প্রদান করা হয়।

মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক"র যুগ্ম সদস্য সচিব জনি তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক'র যুগ্ম আহবায়ক বাবু সেন্টু তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবঃ প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক"র উপদেষ্টা বাবু অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনছড়ি তঞ্চঙ্গ্যা পাড়ার কার্বারী বাবু কিবাঙ্গো তঞ্চঙ্গ্যা, এসময় আরও উপস্থিত ছিলেন,তিনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুবিন্দু তঞ্চঙ্গ্যা, সমাজসেবক বাবু রাশিয়া তঞ্চঙ্গ্যা, মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক'র প্রতিষ্ঠাতা বাবু সুমন তঞ্চঙ্গ্যা,মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক'র যুগ্ম আহবায়ক বাবু সন্তোষ বড়ুয়া, সদস্য সচিব বাবু উসিমং মারমা, সদস্য বাবু সুপন তঞ্চঙ্গ্যা,সদস্য অমল তঞ্চঙ্গ্যা সদস্য বাবু উত্তম তঞ্চঙ্গ্যা, থোয়াইউপ্রু মারমা, বাবু উসাইচিং মারমা, মিজ মোহনা তঞ্চঙ্গ্যা,ও মিজ সনিকা তঞ্চঙ্গ্যা প্রমুখ।

এসময় সভায় প্রদান অতিথি বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।এসময় মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক আহবায়ক বলেন- আমাদের মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের রুক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেছি। সকাল থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ পরিক্ষা করছে। রক্তের গ্রুপ পরিক্ষার পাশাপাশি আমাদের ব্লাড ব্যাংকের সদস্য সংগ্রহ করা হয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে থাকি। তিনি আও বলেন,আমাদের মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক থেকে কাপ্তাই ও চট্টগ্রাম শহরে বিভিন্ন এলাকায় বিনামূল্যে ব্লাড দেওয়া হয়।

(আরএম/এএস/অক্টোবর ০৪, ২০২৫

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test