E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

২০২৫ অক্টোবর ০৪ ১৭:০৫:৫৫
কাপাসিয়ায় নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। এর ফলে কাপাসিয়ায় টিকাদান কর্মসূচি (ইপিআই), টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, কাপাসিয়া শাখার আয়োজনে সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

সংগঠনের সভাপতি আরিফ হোসেন সিকদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে কর্মবিরতিতে অংশ নেন শতাধিক স্বাস্থ্য সহকারী। এ সময় বক্তব্য রাখেন মো. উসমান গণী, মোমতাজ উদ্দিন আসাদ, তানিয়া, আজমল হুদা মিঠু, বেলায়েত হোসেন, আব্দুস সামাদ, চিত্তরঞ্জন দাস, শাহানাজ পারভীন, খাদিজা আক্তার, শিপন সরকার, রবি উজ্জামান রাজীব, ইসমাঈল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গেছেন।স্বাস্থ্য সহকারী বেলায়েত হোসেন বলেন, “আমাদের ন্যায্য দাবি বহুদিন ধরে উপেক্ষিত হয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও কঠোর হবে।”

আজমল হুদা মিঠু জানান, আমাদের এ টিকা প্রদান করা কাজটি সম্পন্ন টেকনিক্যালধর্মী হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তা ছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা পদমর্যাদাসহ সরকারের সব কর্মচারী থেকে চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছি।

তানিয়া আক্তার জানান, আমরা বার বার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে যাচ্ছি। এ বার আর আশার বাণীতে বিশ্বাসী নয়, বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত একজন্য স্বাস্থ্য সহাকারীও কর্মস্থলে ফিরব না।

স্বাস্থ্যকর্মীদের এ কর্মবিরতির কারণে উপজেলার তৃণমূল পর্যায়ে টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।

(এসকেডি/এএস/অক্টোবর ৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test