E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপিত হওয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় 

২০২৫ অক্টোবর ০৪ ১৮:০৩:১০
কাপাসিয়ায় নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপিত হওয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন ও মতবিনিময় সভার আয়োজন করেছে কাপাসিয়া উপজেলা বিএনপি। আজ শনিবার দুপুরে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টেরসার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার বিএনপি ও সহযোগী সংগটনের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী পূজারী ভক্তবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, ব্যবসায়ী সমাজ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এ বছর শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে, যা প্রশাসনের সক্রিয় সহযোগিতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, পূজা উদযাপন কমিটির কার্যকর পদক্ষেপ এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতার ফসল।

বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিতে উপজেলা বিএনপি'র আহবায়ক সদস্য আফজাল হোসেন বেপারীর সঞ্চালনায় মত বিনিময় সবায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, শ্রী শ্রী জয় কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সঞ্জীব কুমার দাস প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন ও শিক্ষক নেতা কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন প্রমুখ।

সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এছাড়াও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের নিরলস পরিশ্রম ও সহযোগিতা উল্লেখ করে তাদের প্রশংসা করা হয়।

(এসকেডি/এসপি/অক্টোবর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test