E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে কবিতা পরিষদের কবিতা উৎসব অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ০৫ ০০:৩২:১৮
জামালপুরে কবিতা পরিষদের কবিতা উৎসব অনুষ্ঠিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে কবিতা উৎসব করেছে জাতীয় কবিতা পরিষদ জামালপুর। জামালপুর ও শেরপুর জেলার কবি ও বাচিকশিল্পীরা এতে অংশগ্রহণ করেছেন। ৪টি পর্বে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান।

শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কবিতা উৎসব অনুষ্ঠানটি। প্রথম পর্বে কবি শ্বেতা শতাব্দী এষের মৃত্যুতে শোক শোকজ্ঞাপন করা হয়। শোক-শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন কবি তারিকুল ফেরদৌস। পরে শুরু হয় কবিতালাপ পর্ব। কবিতা পরিষদ জামালপুরের সাধারণ সম্পাদক কবি ডা. তারিক মেহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দুই পর্বের সভাপতিত্ব করেছেন কবিতা পরিষদ জামালপুরের সভাপতি কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

কবি মাহবুব বারীর সভাপতিত্বে ও বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত 'কবিদের কবিতা পাঠ' শিরোনামে কবিতা উৎসবের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

এই তিনটি পর্বে অংশগ্রহণ ও কবিতা পাঠ করেন কবি মাহবুব বারী, কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি রজব বকশী, কবি শেখ ফজল, কবি শাহ্ খায়রুল বাশার, কবি আব্দুল হাই আলহাদী, কবি মনোয়ার হুসেন মুরাদ, কবি রুবেল প্রাকৃতজন, কবি সরকার আব্দুল্লাহ আল মামুন, কবি জাহাঙ্গীর সেলিম, কবি হোসনে আরা শাপলা, কবি আ. আজিজ জামালী, কবি রকিব লিটন, কবি নান্নু পারভেজ, কবি ভোলা দেবনাথ, কবি রাজন্য রুহানি, কবি ফারজানা ইসলাম, কবি মিনহাজ উদ্দিন শপথ, কবি হৃদয় লোহানী, কবি আরিফুর রহমান, কবি এরশাদ জাহান, কবি হারুন দুলাল, কবি এএম তাহের, কবি দীপংকর দাশ, কবি মল্লিকা দাশ, কবি রফিকুল ইসলাম তাহের, কবি মনিরুল হক নোবেল, কবি কামাল হোসেন মুসা, কবি ঝর্ণারানী দাশ, কবি আবু সায়েম সাদাতউল করীম, কবি শাহেদা ফেরদৌসী, কবি লাকী লতিফা, কবি শেখ ফয়জুর রহমান, কবি শওকত জামান, কবি খান মোশাররফ হোসেন, কবি আশকর আলী ফকির, কবি আরিফুর রহমান, কবি ক্ষ্যাপা পারভেজ, কবি সেলিনা আক্তার, কবি তৌহিদ আহমেদ লিখন, কবি সুলতান আরেফিন আদিত্য, কবি রবিউল আলম টুকু, কবি আশরাফ আলী, কবি নূরুল ইসলাম, কবি আজাদ সরকার, কবি লিয়াকত হোসেন, কবি প্রতিমা ধর, কবি আতিকুল রহমান খান, কবি ফরিদুল হক প্রমুখ।

পরে অনুষ্ঠিত হয় বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তি। কবি আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা উৎসবের চতুর্থ পর্বে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু, বাচিকশিল্পী হৃদয় লোহানী, এমআরআই রাসেল, বাচিকশিল্পী আহমেদ আল কাদরী লিটন, বাচিকশিল্পী মানসী গোস্বামী, বাচিকশিল্পী শারমিন সারা, বাচিকশিল্পী অনন্যা সাহা প্রমুখ।

(আরআর/এএস/অক্টোবর ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test