E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ০৫ ১৪:৪৩:৫০
ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের রহিমগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় অবিভাবক পরিষদের সদস্য আল্লামা মুফতি খোরশেদ আলম কাসেমী। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ-১৪৬, ফুলপুর-তারাকান্দা আসনের এমপি প্রার্থী হযরত মাওলানা মুফতি মুহাম্মাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগরীর সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সদর ৪ আসনের এমপি প্রার্থী মুফতি মুসতাক আহমাদ, সংগঠনের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালী, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, তারাকান্দা উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হুসাইন, ফুলপুর পৌর শাখার সভাপতি হাজ্বী আব্দুল কাদের প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ফুলপুর শাখার সহ সভাপতি মাওলানা আবুল কাসেম, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু নাঈম, তারাকান্দা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি গিয়াস উদ্দিন ফয়জী, ফুলপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান, ফুলপুর উপজেলা শাখার যুব মজলিসের সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম, সহ-সভাপতি হাফেজ আলমগীর হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমাদসহ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা ডাঃ আজহারুল ইসলাম।

(এসআই/এএস/অক্টোবর ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test