E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হত্যাকাণ্ডে জড়িত থাকায় ঈশ্বরগঞ্জে ছাত্রদল সভাপতি বহিষ্কার

২০২৫ অক্টোবর ০৫ ১৯:০৮:৪৯
হত্যাকাণ্ডে জড়িত থাকায় ঈশ্বরগঞ্জে ছাত্রদল সভাপতি বহিষ্কার

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে ঈশ্বরগঞ্জে অটোরিক্সা চালক খোকন মিয়াকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগে মগটুলা ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তলুকদার।

বহিষ্কারাদেশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নজরুল ইসলামকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সাথে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এখন থেকে নজরুল ইসলামের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, শুক্রবার রাতে মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে খোকন মিয়ার বাড়ীতে নজরুল ইসলামসহ তার লোকজন হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং খোকন মিয়াকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে খোকন মিয়াকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে নজরুল ইসলাম ও বদরউদ্দিনসহ ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জোসনা আক্তার বেলী ও সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে।

(এন/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test