E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাখি শিকারে বাধা দেওয়ায় গুলিতে আহত পাখিপ্রেমী, আটক ৩

২০২৫ অক্টোবর ০৫ ১৯:৫২:০৫
পাখি শিকারে বাধা দেওয়ায় গুলিতে আহত পাখিপ্রেমী, আটক ৩

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামের এক পাখিপ্রেমীকে গুলি করেছেন পাখি শিকারিরা। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলসনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহিদ হাসান (২৫), সামাউন কাজী (৩০) ও আশরাফুল ইসলাম (৩২) এই তিনজন রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় রিপন তাদের পাখি শিকার করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে স্থানীয় লোকজন ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি এয়ারগান জব্দ করে ও তাদের আটক করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। এ ব্যাপারে গুলিতে আহত রিপন কাজীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এডিকে/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test