E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ত্রি বার্ষিক নির্বাচন ২৫ অক্টোবর

২০২৫ অক্টোবর ০৬ ২২:৫৪:২১
যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ত্রি বার্ষিক নির্বাচন ২৫ অক্টোবর

যশোর প্রতিনিধি : যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩ পদে ১৭ জন প্রার্থীর মধ্যে  ৩৫ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেনের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনে গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে বিশ্বনাথ ঘোষ এবং রুস্তম আলী মনোনয়ন জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান এবং শহীদুর রহমান সবুজ।

এছাড়া, সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম, আহমদ আলী, জাহাঙ্গীর হোসেন, আক্তারুজ্জামান, শাহাজালাল ও মাসুদ রানা; সহসাধারণ সম্পাদক পদে ওহিদুল ইসলাস, ইলিয়াস হোসেন, সাগর হোসেন, রিফাত হোসেন, সিরাজুল ইসলাম, ইউনুচ আলী; এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহ জালাল সজল ও জাহাঙ্গীর হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যান্য পদসমূহের মধ্যে সহ সাংগঠনিক সম্পাদক পদে শাহিন উদ্দিন শেখ ও বাবলুর রহমান, প্রচার সম্পাদক পদে আজিজুল ইসলাম সেলিম ও মো. শামীম, কোষাধ্যক্ষ পদে মো. বাবু ও আব্দুল্লাহ, সড়ক সম্পাদক পদে নাছির উদ্দিন ও আব্দুর রহিম সোহাগ, সহ সড়ক সম্পাদক পদে মহসীন আলী ও আব্দুল আজিজ, সমাজ কল্যাণ সম্পাদক পদে আরশাদ আলী ও জিয়াদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শুকুর হোসেন রনি ও শুকুর আলী, এবং শ্রম বিষয়ক সম্পাদক পদে শফিকুল ইসলাম বাবু, শামছুর রহমান ও রুস্তম আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৮ অক্টোবর বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ৯ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। সবশেষে, ১১ অক্টোবর শনিবার প্রতীক বরাদ্দ দেয়াসহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

(এসএএম/এএস/অক্টোবর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test