E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

২০২৫ অক্টোবর ০৬ ২৩:১০:৪৮
যশোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

যশোর প্রতিনিধি : ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্য স্লোগানে যশোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। সোমবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি শিশুদের অধিকার নিশ্চিত করা এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) খান মাসুম বিল্লাহ, ইন্সপেক্টর রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

অতিথিরা শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সকল স্তরে শিশুদের প্রতি সংবেদনশীলতা বাড়াতে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

জেলা শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। যা সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশুদের কথা শোনা এবং তাদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

(এসএএম/এএস/অক্টোবর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test