E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামের সংঘর্ষে আহত ১৫

২০২৫ অক্টোবর ০৭ ১৪:০৬:০৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামের সংঘর্ষে আহত ১৫


গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের ৮ জনকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছে থেকে প্রাথমিক  চিকিৎসা নিয়েছেন।

সোমবার (০৬ অক্টোবর) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সোমবার বিকালে গওহরডাঙ্গা গ্রামের একটি গাছ থেকে ডাব পাড়তে যায় শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) ও গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে সুমন খান (১৮)। তখন গাছ থেকে ডাবকে পাড়বে তাই নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে । এ খবর দু’ গ্রামে পৌঁছালে গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দৌড়ানি দিলে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায় । এতে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের অন্তত ১৫ জন আহত হয়।

ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আরো বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে । ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

(টিবি/এএস/অক্টোবর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test