E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে আবারো ৩টি সোঁতি বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও

২০২৫ অক্টোবর ০৭ ১৮:১৮:৩১
চাটমোহরে আবারো ৩টি সোঁতি বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও

শামীম হাসান মিলন, চাটমোহর : পাবনার চাটমোহরে এবার তৃতীয়বারের মতো নদীতে দেওয়া সোঁতি বাঁধের স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন। এরআগে একই জায়গায় দেওয়া সোঁতি বাঁধের স্থাপনা উচ্ছেদের পরেও প্রশাসনকে উপেক্ষা করে আবারো সোঁতি বাঁধ স্থাপন করেন এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী।

সোমবার (৬ অক্টোবর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের কাটাগাঙ ও ছাওয়ালদহ এলাকা থেকে সোঁতি বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

জানা গেছে, প্রতিবছর বিল ও নদ-নদী থেকে বর্ষার পানি নামার সময় পানি প্রবাহের বাধা সৃষ্টি করে কথিত মৎস্যজীবিরা অবৈধ সোঁতি বাঁধ স্থাপন করে মাছ শিকার করে থাকে। যারা স্থানীয় প্রভাবশালী নামে পরিচিত। এতে নদী পাড়ে দেখা দেয় ধ্বস। সময়মতো পানি না নামার কারণে কৃষকরা ফসল লাগাতে পারেন না। শুধু তাই নয়, প্রকৃত দরিদ্র শ্রেণির মৎস্যজীবিরা মাছ ধরতে না পেরে মানবেতর জীবনযাপন করেন। জীববৈচিত্র হুমকীল মুখে পড়ে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে এবার বর্ষা মৌসুমের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী সোঁতি বাঁধ স্থাপন না করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নিমাইচড়া ও হান্ডিয়াল এলাকার কতিপয় প্রভাবশালী স্থানীয় লোকজন প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সোঁতি বাঁধ স্থাপন করে মাছ শিকার করে।

এরপর ইউএনও সোঁতি বাঁধের স্থাপনা উচ্ছেদ করলে আবারো দেয় সেই প্রভাবশালীরা। সোমবার খবর পেয়ে বিকেল থেকে রাত পর্যন্ত আবারো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি সোঁতি বাঁধ উচ্ছেদ করেন করেন ইউএনও মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদসর‌্যা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। এ সময় সোঁতি বাঁধ স্থাপনকারীরা পালিয়ে যান।

ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, যে সোঁতি বাঁধের কারণে সাধারণ মানুষ, কৃষক, প্রকৃত জেলে ক্ষতিগ্রস্থ হয়, আমি এই উপজেলাতে থাকা অবস্থায় কোনোভাবেই সেই সোঁতি বাঁধ স্থাপন করতে দেব না। ওরা যতোবার দেবে ততোবার কাটব। অভিযান অব্যাহত থাকবেও বলেও তিনি জানান।

(এসএইচ/এসপি/অক্টোবর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test