E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যমুনাসহ টাঙ্গাইলের সব নদীর পানিবৃদ্ধি, শঙ্কিত কৃষক 

২০২৫ অক্টোবর ০৭ ১৮:৪৬:১৩
যমুনাসহ টাঙ্গাইলের সব নদীর পানিবৃদ্ধি, শঙ্কিত কৃষক 

সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে যমুনাসহ প্রায় সব নদীতেই  পানি বাড়ছে অস্বাভাবিক গতিতে। গত ২৪ ঘণ্টায় জেলার যমুনা নদীতে ৫৪ সে.মি. ও ঝিনাই নদীতে ৫২ সে.মি. পানি বৃদ্ধ্বি পেয়েছে। অতিবৃষ্টি আর ভারতের উজানের ঢলে হঠাৎ নদীর পানি বৃদ্ধি হওয়ায় শঙ্কিত চরাঞ্চলের কৃষক। এমনিতেই অতিবৃষ্টি এরমধ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় শীতকালীন সবজি চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের পোড়াবাড়ি পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৬ মিটার। গত ২৪ ঘণ্টায় ৫৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১১.৭৬ মিটার)।

অন্যদিকে জেলার বংশাই নদীর মধুপুর স্মৃতি স্কুল পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭৫ মিটার। ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৪৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৩.২৪ মিটার)।

ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫৫ মিটার। ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে। বিপৎসীমার ১ দশমিক ৮৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৯.৪২ মিটার)।

ঝিনাই নদীর জোকার চর পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯৪ মিটার। ২৪ ঘণ্টায় ৫২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৩৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১১.২৯ মিটার)।

এবং ফটিকজানি নদীর নলচাপা পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৯ মিটার। ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৮৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১১.৯৬ মিটার)।

জুলহাস মিয়া , হেকমত সরকার , আয়নাল হকসহ চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষক জানিয়েছেন, এক দিনে যমুনায় আড়াই ফুট পানি বাড়ছে। এই বছরে এটা একেবারেই অস্বাভাবিক। এভাবে আর দু-তিন দিন পানি বাড়লেই বন্যা হয়ে ফসলের মাঠ তলিয়ে যাবে। এভাবে পানি বাড়লে শীতকালীন সবজিসহ বিভিন্ন আবাদ নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাখিল রায়হান বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বেড়েছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।তবে অতিবৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় শীতকালীন সবজিসহ বিভিন্ন আবাদ নষ্ট হচ্ছে। আগামী তিন দিন বৃষ্টিপাত হতে পারে ও নদীর পানি বাড়ার সম্ভাবনা আছে। এরপর স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এসএম/এসপি/অক্টোবর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test