E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

২০২৫ অক্টোবর ০৭ ১৯:১১:১৯
ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে গাজার জনগণের জন্য ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপংকর দাস রতন।

এ সময় বক্তারা বলেন, আটক সব মানবিক সহায়তা কর্মী ও মানবধিকারকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান এবং গাজায় গণহত্যা যুদ্ধ এবং মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিক্ষোভ সমাবেশে থেকে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠন সুরধনীর সভাপতি হারুন অর রশীদ, উদীচী যশোর জেলা শাখার সভাপতি এ্যাডঃ আমিনুর রহমান হিরু, সুর বিতানের সভাপতি এ্যাডঃ বাসুদেব বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চঞ্চল সরকার, প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব জিল্লুর রহমান ভিটু ও খবির শিকদারসহ প্রমুখ।

(এসএ/এসপি/অক্টোবর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test