E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনা-৩ আসনে যোগ্য প্রার্থীকেই তারেক রহমান সাহেব মনোনয়ন দেবেন : আনোয়ারুল ইসলাম 

২০২৫ অক্টোবর ০৮ ১৭:৪৫:৪০
পাবনা-৩ আসনে যোগ্য প্রার্থীকেই তারেক রহমান সাহেব মনোনয়ন দেবেন : আনোয়ারুল ইসলাম 

শামীম হাসান মিলন, চাটমোহর : পাবনা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, বিএনপি করতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন। অনেকে মারা গেছেন। অনেকে লড়াই করে এখনও টিকে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে যোগ্য প্রার্থীকেই তারেক রহমান সাহেব মনোনয়ন দেবেন। কার কত ইমেজ কার কত ভোট আছে তার গোয়েন্দা রিপোর্ট দলের হাইকমান্ডের কাছে আছে। আমি ছিলাম আপনাদের সাথে, আমি আছি আপনাদের সাথে এবং আগামীতে যদি আপনারা আমার সাথে থাকার সুযোগ দেন আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। 

মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অমৃতকুন্ডা হাট চত্বরে মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহব্বত মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কে এম সাইদ উল ইসলাম কাফী, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক কাজী খোকন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোন্তাজ আলী, কাজল সরকার প্রমুখ।

সভাঢবক্তারা বলেন, তারেক রহমান বলেছেন, যেই নেতা এলাকার মানুষের সাথে জন সম্পৃক্ততা আছে, গ্রহণযোগ্যতা আছে এমন নেতাকে মনোনয়ন দেয়া হবে। তাহলে সেইরকম নেতা পাবনা-৩ এ একজনই আছেন। তিনি হলেন কে এম আনোয়ারুল ইসলাম। আমরা আশা করি জনাব তারেক রহমান ধানের শীষের ঝান্ডা তার হাতেই তুলে দেবেন। আমরা চাটমোহরের স্থানীয় প্রার্খীকে মনোনয়ন দাবি জানাচ্ছি। বসন্তের কোকিলের মতো অন্য কেউ এসে মনোনয়ন নিয়ে যাবেন তা মানবো না। উড়ে এমে জুড়ে বসবেন আর চাটমোহরেরর মানুষ ভোট দেবে তা অত সহজ নয়। পাবনা-৩ এর জনগণ আনোয়ার সাহেবের কাছে নিরাপদ।
এক গাছের বাকলা আরেক গাছে লাগে না। আনোয়ার সাহেবের বিকল্প পাবনা-৩ এ হতে পারে না।

এর আগে ব্যানার ফেস্টুন সহ মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা সভাস্থলে এসে উপস্থিত হন।

(এসএইচ/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test