E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রস্তুতি সভা

২০২৫ অক্টোবর ০৮ ১৮:০২:৩২
কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রস্তুতি সভা

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রস্তুতির জন্য উপজেলা মিলনায়তন উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সহকারী কমিশন (ভূমি) নেলী রুদ্রের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক মো: কবির হোসেন, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা,
কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষিকা, গণমাধ্যম কর্মী এনজিও প্রতিনিধি সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে তাই উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রর্দশনী আয়োজন করছে। এই সেমিনার ও প্রদর্শনীর মাধ্যমে কৃষি বিপণনে রোগমুক্ত বীজ উৎপাদন ও ব্যবহার, চাষাবাদ প্রক্রিয়া, গবেষণাগারের অল্প জায়গায় বেশি গাছ তৈরি করে প্রকৃতির এই শূন্যতা পূরণ করা যায় এবং নিম, সাজিনা, বাসক, উন্নত চুলা, বায়োগ্যাস প্লান্ট তৈরি ও স্থাপন এবং স্থান নির্বাচন, বায়েগ্যাস ব্যবহার, বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণ, বায়োগ্যাস রেসিডিউ এর ব্যবহার সহ বায়োগ্যাস প্লান্টের রক্ষণাবেক্ষণ ও গ্যাস ব্যবহারের এই কার্যক্রম উদ্যোগ গ্রহণ পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে সহযোগিতার বজায় রাখবেন বলে জানানো হয়।

(আরএম/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test