E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে সেতুর সংযোগ সড়ক ভেঙে জনদুর্ভোগ

২০২৫ অক্টোবর ০৮ ১৮:১৯:২২
টাঙ্গাইলে সেতুর সংযোগ সড়ক ভেঙে জনদুর্ভোগ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ভেঙে পশ্চিম জনপদের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলায় চারাবাড়ি তোরাফগঞ্জে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত কয়েকদিন ধরে ধলেশ্বরী নদীতে পানি বেড়ে যাওয়ার ফলে পানির চাপ বেড়ে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে পড়ে। এতে সদর উপজেলার চলাঞ্চলে হুগড়া, কাকুয়া, কাতুলী, মাহমুদনগর ও সিরাজগঞ্জের চৌহালীর কিছু অংশের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকেন।

স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, সেতুটি নির্মাণের পর থেকেই তিনবার সেতুর অ্যাপ্রচ ভেঙে গেছে। এই সেতুর নিজ দিয়ে শুষ্ক মৌসুমে বালু উত্তোলন করে থাকেন। যার ফলে অ্যাপ্রচ বারবার ভেঙে পড়ছে।

পিক-আপ চালক সাব্বির হোসেন বলেন, বাক থাকায় সেতুর অ্যাপ্রচের পাশে পানির চাপ পড়ে। যার ফলে বর্ষা আসলেই এই সেতুর অ্যাপ্রচ ভেঙে যায়। শুষ্ক মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন না করলে প্রতিবছর পানির চাপে ভেঙে পড়বে। স্থায়ীভাবে এর দ্রুত সমাধান চাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া জানান, ভোরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি। যেহেতু ঘটনাস্থলে আশেপাশে কোনো ব্রিজ অথবা বিকল্প পারাপারের ব্যবস্থা নেই। তাই বিষয়টি আমরা সবার সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, টাঙ্গাইলের চারাবাড়ি তোরাপগঞ্জ ধলেশ্বরী নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করে।

(এসএম/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test