E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রামে নদীর স্রোতে ভেসে এলো মৃত গন্ডার

২০২৫ অক্টোবর ০৮ ১৯:১৫:০৮
কুড়িগ্রামে নদীর স্রোতে ভেসে এলো মৃত গন্ডার

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : উজান থেকে শত শত গাছের গুড়ি, মরা গরু, মরা মাছ ও জ্যান্ত সাপ আসার পর এবার ভারত থেকে দুধকুমার নদ দিয়ে ভেসে এলো একটি মৃত গন্ডার। 

৭ অক্টোবর সন্ধ্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে দুধকুমার নদের চরে আটকা পরে গন্ডারটি। ধারণা করা হচ্ছে নদীর প্রবল স্রোতে কোন কিছুর সাথে আঘাত লেগে গন্ডারটি মারা যায়। পরে স্রোতে এখানে এসে আটকা পরে। এলাকার লোকজন জনপ্রতিনিধিদের কাছে গন্ডার আটকা পরার কথা জানান।

খবর পেয়ে তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করার পর কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুল ইসলাম, যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়। তাই চরের মধ্যেই গর্ত করে পুতে ফেলার জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।এছাড়া যাদুঘরের লোকজন এসেছেন তারা এর হাড়গোড় সংগ্রহ করবেন।

যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা জানান, নিরাপত্তার জন্য গন্ডারটি পলিথিন দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এর দেহ পচন প্রক্রিয়া দুই মাস পর্যন্ত চলবে। পচন ক্রিয়া শেষ হলে হাড়গোড় সংগ্রহ করে যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরে সংরক্ষণ করা হবে। এসব শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।

(পিএস/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test