E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাহারাদারদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৬টি প্রতিষ্ঠানে ডাকাতি

২০২৫ অক্টোবর ০৮ ১৯:৪৯:৪৬
পাহারাদারদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৬টি প্রতিষ্ঠানে ডাকাতি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে বুধবার দিবাগত রাতে অস্ত্রের মুখে পাহারাদারদের বেঁধে রেখে ৩টি স্বর্ণের দোকান, একটি মোবাইল ব্যাংকি ও ইলেকট্রিক দোকান এবং একটি মুদি দোকানে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। আজ বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বাজারের ব্যবসাীরা জানান, হ্যাফপ্যান্ট পরিহিত ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাত দল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে অস্ত্রের মুখে বাজারের পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। পরবর্তীতে বিভিন্ন দোকানের সাটারের তালা ভেঙে কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ থেকে ৩ কোটি টাকা।

ফেন্সি জুয়েলার্স’এর মালিক সঞ্জয় রায় বলেন, ‘আমার সহায় সম্বল যা ছিলো, আজ সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়’।

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক মো. হাবিবুর রহমান জানান, ডাকাতির পর বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং ডাকাতদের গ্রেফতারে দাবি জানাই। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের দ্রুত চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test