E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তা উপলক্ষে সাংবাদিক সম্মেলন 

২০২৫ অক্টোবর ০৯ ১৩:২০:১৯
কাপ্তাইয়ে ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তা উপলক্ষে সাংবাদিক সম্মেলন 

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সঙ্গীত গুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায় জন্য কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ১৫ অক্টোবর বুধবার বিকেল ৪ টা হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো" মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য "। 

এতে সঙ্গীত পরিবেশন করবেন, কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেওয়া সারেগামাপা এর শিল্পী চট্টগ্রামের শুভ দাশ।

এছাড়া চট্টগ্রামের নন্দিত কন্ঠ শিল্পী বেতার ও টিভি শিল্পী রাজেস সাহা, কন্ঠ শিল্পী রিয়াজ ওয়ায়েজ, বেতার ও টিভি শিল্পী রোমেন বিশ্বাস রাজু এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী বেতার ও টিভি শিল্পী মো: রফিক, রওশন শরীফ তানি এবং তামান্না ইসলামও সেদিন চ্যারিটি শো তে অংশ নিয়ে সঙ্গীত পরিবেশন করবেন।বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫ টায় কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে উপজেলা শিল্পকলা একাডেমির ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং চ্যারিটি শো উদযাপন কমিটির আহবায়ক আনিছুর রহমান।

এসময় উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতির ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তিনি বলেন, একজন গুণী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। এই অঞ্চলে সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশে ফনিন্দ্র লাল ত্রিপুরার অবদান অনস্বীকার্য। তিনি একজন মানবিক।

উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া, চ্যারিটি শো উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক বেতার ও টিভি শিল্পী মো রফিক, সদস্য সচিব মংচাই মারমা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে চ্যারিটি শো এর পোস্টার এবং টিকিট উন্মোচন করা হয়।

প্রসঙ্গত: কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সঙ্গীত গুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা। কাপ্তাইয়ের তৃণমূল পর্যায় হতে সঙ্গীত বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর হাত ধরে কাপ্তাইয়ে অসংখ্য সঙ্গীত শিল্পী তৈরি হয়েছে, আবার তাঁর কাছ থেকে সঙ্গীত শিক্ষা গ্রহন করে বাংলাদেশ টেলিভিশন এর জনপ্রিয় শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতা নতুন কুঁড়িতে পুরস্কার অর্জন করেছেন অনেকে। এছাড়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় মৌসুমী প্রতিযোগিতা সহ নানা প্রতিযোগিতায় তাঁর হাত ধরে কাপ্তাই উপজেলা হতে অনেক প্রতিভাবান শিল্পী পুরস্কার অর্জন করেছেন। তিনি ২২ টি বছর ধরে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এর মতো গুরু দায়িত্ব পালন করে এসেছেন। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় সকল জাতীয় দিবসে তাঁর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এক কথায় বলতে গেলে কাপ্তাইয়ের মা মাটি মানুষ এর সাথে তাঁর যেই সম্পর্ক গড়ে উঠেছে, সেটা কখনো ভুলার নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই মানুষটি গত মাস হতে কিডনি সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

(আরএম/এএস/অক্টোবর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test