ফরিদপুরে ফুপুর শ্বশুরের যৌন লালসার শিকার ৬ বছরের কন্যা শিশু

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে ফুপুর শ্বশুরের যৌন লালসার শিকার হয়েছেন ৬ বছরের এক কন্যা শিশু। ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়ন রশিকনগর গ্রামে একটি গোয়াল ঘরে শিশুটিকে ঘটনা ঘটে। শিশুটিকে ধর্ষণের সময় অভিযুক্তের একমাত্র পুত্রবধু সুমাইয়া আক্তার লজ্জা (২০) তা দেখে ফেলেন। সুমাইয়া আবার ভুক্তভোগী শিশুটির আপন ফুপুও বটে। গত ৭ অক্টোবর বেলা ১ টার দিকে বৃষ্টির মধ্যে ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটে। তবে ধর্ষণের সময় নিজ পুত্রবধূ হাতে ধরা পড়ায় শিশুটিকে পুরোপুরি ধর্ষণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী (৪৭)।
তিনি ঘটনার দিন গণপিটুনিতে আহত স্বামীর পরিচর্যা করতে করতে জানান, 'আমার স্বামী আমার কাছে স্বীকার করেছে যে, বুকে ও গোপাঙ্গে হাত দিয়েছে, চুমা দিয়েছে শরীরের বিভিন্ন স্থানে। অন্যকিছু নাকি সে করে নাই কিংবা, এর বেশি কিছু করার আগে হয়তো বউ (ছেলের স্ত্রী) দেখে ফেলছে। আমি তো বাড়িতে ছিলাম না, আমি কেমনে জানবো। তিনি আরও বলেন, 'তবে সে ভুল করছে, এটি শয়তানে করাইছে, না হলে এই বয়সে কেউ এসব করতে যায়' বলেও মন্তব্য করেন অভিযুক্ত মান্নান খানের দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত মান্নান খান ভুক্তভোগী শিশুটির ফুপুর আপন শ্বশুর এবং প্রতিবেশী।
এদিকে, একটি শিশু ধর্ষণের শিকার হয়েছেন ধর্ষককে হাতে নাতে ধরে গণধোলাই দিচ্ছে এলাকাবাসী, এমন খবর শুনে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শিশুটিকে যৌন নির্যাতনের সময় ধরা খেয়ে দৌড়ে পালাতে গেলে স্থানীয়দের সহায়তায় অভিয়ুক্ত মান্নানকে আটকিয়ে ফেলেন তার নিজ পুত্রবধূ। পরে স্থানীয়রা তাকে একটি গাছের সাথে বেঁধে গণপিটুনি দিতে থাকে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী ওই অভিযুক্ত মান্নান খানকে গণপিটুনির হাত থেকে রক্ষা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়ে অবহিত করেন। এছাড়া, ঘটনাস্থল থেকে একজন হেল্প লাইন- ৯৯৯ -এ ফোন দিয়েও পুলিশকে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালি থানা উপপরিদর্শক (এসআই) পীযুষ কান্তি হালদারের নেতৃত্ব থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এরপর ঘটনায় জড়িত অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে মান্নান খানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা। সেই সাথে য়ৌন নিয়মিতের শিকার শিশুটিকে সাথে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটিকে হাসপাতালে রেখে ওইদিন (৭ অক্টোবর) রাতে এ বিষয়ে শিশু ও নারী নির্যাতন আইনে, ফরিদপুর কোতায়ালি থানায় অভিযুক্ত ও ধৃত মান্নান খান (৫৬)কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ভুক্তভোগী শিশুর বাবার করা ওই মামলায় ঘটনস্থল থেকে আটককৃত একমাত্র আসামি মান্নান খান (৫৬)কে গ্রেপ্তার দেখিয়ে আলাদতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান 'দৈনিক বাংলা ৭১'কে জানান, 'শিশুটিকে ধর্ষণের অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্তবকরে দেখা হচ্ছে। সেই সাথে শিশুটির ফরেনসিক পরীক্ষার পাশাপাশি তাঁকে শারিরিক ও মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া, প্রতিবেশী ও নিকট আত্মীয় হওয়ায় এ বিষয়টি সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করা দেখা হচ্ছে।
এ ঘটনাটির একমাত্র প্রত্যক্ষদর্শী অভিযুক্তের ছেলের বউ ও ধর্ষণের শিকার শিশুটির ফুপু ঘটনাস্থল থেকে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আমি ব্যাপারটি মানতেই পারছি না। ওর মা-বাপ বাসায় না থাকায় আমার তত্ত্বাবধানে ছিলো মেয়েটি। কিন্তু বাইরে বৃষ্টি ও মেয়েটিকে না দেখে আমি ঘর থেকে বাইরে এসে ওর নাম ধরে ডাকতে থাকি। এমন সময় ওকে ওর দুই পা মিশিয়ে অস্বাভাবিকভাবে হাটতে ও কাঁদতে-কাঁদতে গোয়াল ঘর থেকে বের হতে দেখে এগিয়ে যাই। দেখি গোয়াল ঘরের ভিতরে আমার শ্বশুরও রয়েছে। তখনও এমন কিছু ঘটতে পারে তা আমার মাথায় আসেনি। আমি ওকে বারান্দায় দাঁড় করিয়ে নিজের কাছে এনে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা আমাকে বলো, কাঁদছো কেনো? আর এভাবে হাটছো কেনো। এমন সময় শিশুটির মা ওর খোঁজ নিতে আমাকে ফোন দেয়। মায়ের কথা শুনে আরও জোরে উচ্চস্বরে কেঁদে উঠে। আমি ওর মায়ের ফোন কেটে ওকে ধমক দিয়ে জিজ্ঞেস করি আমাকে বল কি হইছে? ও তখন সবকিছু খুলে বলে। তাকে কেমনে কেমনে কি কি করেছে আমার শ্বশুর। আমি তখন পাশে থাকা প্রতিবেশীদের জানাই। আমার শ্বশুর তখন দৌড়ে পালাতে গেলে আমি নিজে তাকে বাধা দেই। একপর্যায়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে একটি গাছের সাথে বেধে ফেলে ও কিল ঘুসি দেয়।' এসময় এক প্রশ্নের জবাবে সুমাইয়া আরও জানান, 'দেখেন আমাদের দুই পরিবারের মধ্যে পারিবারিক কোনো ঝামেলা নেই। তাছাড়া আমি তার একমাত্র ছেলের বউ। এমন একটি বিষয় নিয়ে কেউ নাটক করে না, যেখানে আমার নতুন সংসারটাও ভাঙ্গার ঝুঁকি আছে, সেটাও আমি জানি। সুতরাং এখানে মিথ্যা কিছু নেই। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো যে, দুই পরিবারের শান্তির কথা ভেবে আমি যে তা লুকাবো বা ধামাচাপা দিবো সেই সুযোগটুকুও ছিলো না। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমার শ্বশুর আমার শিশু কন্যা ভাতিজির সাথে এমনটি করতে পারে। যা হয়েছে ঠিক হয়নি, হওয়া উচিতও না, বলেও জানান সুমাইয়া।
গ্রেপ্তারকৃত মান্নান খান (৫৬) দুই বিয়ে করলেও স্থানীয়রা জানিয়েছেন তিনি ওই গ্রামের প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রী সহ আরও অন্তত পাঁচ থেকে সাত জন নারীকে যৌন হয়রানি করেছেন। যা গ্রামের নারী সমাজ মান-সম্মানের ভয়ে মামলা করতে সাহস করেনি। পরে, তা গোপনীয়তার সাথে স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে। মান্নান খান কতৃক নির্যাতনের শিকার এক নারী (৩৫) এই প্রতিবেদককে জানান, স্যার তদন্ত করে দেখেন উনি আসলেই নারী লোভী একটা লোক, লজ্জা নাই বেটার আর চোখে মুখে মিথ্যা বলেন। তিনি আরও জানান, উনি ( মান্নান খান) যে দ্বিতীয় বিয়ে করেছে, সেটা কি এমনি-এমনিই করেছে ভাবছেন! লুচ্চামি করতে গিয়ে ধরা খেয়েছে, লোকজন ধরে বিয়ে দিয়ে দিয়েছে, খোঁজ নিয়ে দেখেন।'
এ ধরণের কেসের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলোও নিরপেক্ষ তদন্তের দাবি রাখে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি (অপরাধ বিজ্ঞান) বিভাগের বিভাগীয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিনকে ফোন করা হলে তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'দেখেন আমাদের দেশে ক্রাইম এণ্ড জাস্টিসে এখনও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। আর এই ধরণের বিষয়গুলো অনেক সময় আপনাদের (গণমাধ্যম কর্মীদের) কাছে বা আইনশৃঙ্খলা বাহিনীর কান পর্যন্ত পৌঁছায় ই না। তার আগেই গোপনীয় রক্ষা করে স্থানীয়ভাবে কোনো অসাধু উপায়ে তা সমাধান করে ফেলা হয়। আমাদের সমাজ ব্যবস্থাটাই আসলে এরকমই। এ সমাজের মানুষের প্রতিকার চাওয়া অপেক্ষা চক্ষু লজ্জা বেশি এবং তা গ্রামেই বেশি ঘটে থাকে। তিনি আরও জানান, অথচ কোনো আইনি দুর্বলতা বা অর্থ লেনদেনের মাধ্যমে এসব কেস সমাধান হওয়া মোটেও উচিত নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধের প্রমাণ মিললে, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। কোনো দুর্বলতা বা আইনের সীমাবদ্ধতায় এসব গুরুতর অপরাধ যেমন- ধর্ষণ, খুন বা ধর্ষণ-চেষ্টার মতো বিষয়গুলোর ক্ষেত্রে সত্যিকারের অপরাধী'র যদি প্রচলিত আইনে শাস্তি না হয়, তবে ওই অপরাধীরা উৎসাহিত হয়ে একই অপরাধ বার বার করার সাহস পেয়ে যায়, এবং তারা তা করেও। যার ফলে, সমাজে অপরাধ প্রবনতা বাড়তে থাকে।
(আরআর/এএস/অক্টোবর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- এশিয়ার গুরুত্বপূর্ণ উৎসবে বাংলার ‘দেশলাই’
- আলোকচিত্রী ড.শহিদুল আলম আটক, প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন
- কুরআন অবমাননার দায়ে ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ
- ‘জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই’
- মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ স্কালোনি
- গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দি
- সংসদ নির্বাচনের আগেই আলাদা গণভোটে অনড় জামায়াত
- ডেঙ্গু নিয়ে পরামর্শে কন্ট্রোলরুমে যোগাযোগের অনুরোধ ডিএনসিসির
- চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু
- গাজায় শান্তি পরিকল্পনায় সম্মত দুই পক্ষ
- ফরিদপুরে ফুপুর শ্বশুরের যৌন লালসার শিকার ৬ বছরের কন্যা শিশু
- কাপ্তাইয়ে ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তা উপলক্ষে সাংবাদিক সম্মেলন
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ‘হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে’
- ‘যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর গাজা পুনর্নির্মাণ হবে’
- ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৮ বাংলাদেশির
- সাতদিনে রেমিট্যান্স এলো ৮৪৪২ কোটি টাকা
- টানা তিনদিন বাড়লো সোনার দাম, ভরি ২০৯১০১ টাকা
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- পাহারাদারদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৬টি প্রতিষ্ঠানে ডাকাতি
- কন্যাশিশু দিবসে গৌরনদীতে র্যালী
- গৌরনদীতে কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১
- বেহাল রাস্তার কারণে ঈশ্বরগঞ্জ হাসপাতালে রোগী উপস্থিতি অর্ধেকে নেমেছে
- নির্বাচন করলে জিততাম, কোনো সন্দেহ নাই: তামিম
- আগৈলঝাড়ায় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু
- নারী ব্যালন ডি’অরে হ্যাটট্রিক স্পেনের বোনমাতির
- আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক যা করবেন
- অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল
- জাতীয় নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনের সংবর্ধনা
- বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী আসিফ
- একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
- টাইমস স্কয়ারে দুর্গাপূজা
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা
- যে পানি মেটাতে পারে চুল ও ত্বকের সমস্যা
- জিটি ৩০ ৫জি উন্মোচন করলো ইনফিনিক্স
- বৈঠকের জন্য সামরিক কর্মকর্তাদের ডেকেছে যুক্তরাষ্ট্র, কারণ অস্পষ্ট
- ছাত্রছাত্রীদের এআই শেখাতে এগিয়ে আসলো রবি ও টেন মিনিট স্কুল
- কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের
- অমলকান্তি
- ঘুণে ধরা সমাজের গল্প বলবে ‘খেলার পুতুল’
- আফরোজা রূপার কণ্ঠে এলো ‘শ্রাবণের ধারার মতো’
- চিঠি দিও
- ‘আমার বাবার কাছেও এমন ঘটনা কখনও শুনিনি’
০৯ অক্টোবর ২০২৫
- আলোকচিত্রী ড.শহিদুল আলম আটক, প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন
- ফরিদপুরে ফুপুর শ্বশুরের যৌন লালসার শিকার ৬ বছরের কন্যা শিশু
- কাপ্তাইয়ে ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তা উপলক্ষে সাংবাদিক সম্মেলন