E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান 

২০২৫ অক্টোবর ০৯ ১৭:৪২:৪১
টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের সাত্তার শপিংমল ও তাহের পেট্রোল পাম্পে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় সাত্তার শপিংমলে ভেজাল কসমেটিকস, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্যতালিকা না রাখার অপরাধে ১ লাখ টাকা ও তাহের পেট্রোল পাম্পকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার শপিংমলটিতে এবং গতকাল রাতে পেট্রোল পাম্পে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

অধিদফতর জানায়, অভিযানে ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে সাত্তার শপিংমলকে। আর ভেজাল পণ্যসামগ্রীসমূহ জব্দ করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।

(এসএম/এসপি/অক্টোবর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test