E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে ৪ লাখ ২২ হাজারের অধিক শিশু কিশোর পাবে টাইফয়েড টিকা

২০২৫ অক্টোবর ০৯ ১৮:০৫:২৯
বাগেরহাটে ৪ লাখ ২২ হাজারের অধিক শিশু কিশোর পাবে টাইফয়েড টিকা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলায় বিনামূল্যে সরকারের দেয়া টাইফয়েড টিকা পাবে ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশু কিশোর কিশোরী। আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের  হল রুমে  সাংবাদিকদের নিয়ে কর্মশালায় এতথ্য জানানো হয়। 

কর্মশালায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. ম. মাহবুবুল আলম জানান, ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলমান থাকবে। ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সীদের প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেনির অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং পরবর্তী আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনা মূল্যে এক ডোজ টাইফয়েড ভ্যাকসিন টিকা প্রদান করা হবে। নিধারিত সময়ের মধ্যে জেলার ৪ লাখ ১১ হাজার ৩৮১জন শিশু কিশোর কিশোরীকে এই টিকা দেয়া সম্ভব হবে বলে জানান সিভিল সার্জন।

কর্মশালায় সিভিল সার্জন অুিফসের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম ছাড়াও বাগেরহাটে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

(এস/এসপি/অক্টোবর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test