E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ওয়াগ্গা ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডে বিএনপি’র সম্মেলন সম্পন্ন

২০২৫ অক্টোবর ১১ ১২:৩৯:২৩
কাপ্তাইয়ে ওয়াগ্গা ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডে বিএনপি’র সম্মেলন সম্পন্ন

রিপন মারমা, কাপ্তাই : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শিলছড়ি বাজারের রংধনু রেস্টুরেন্টে কাউন্সিলরদের ব্যালট ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন,সভাপতি শহিদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজু, এবং সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন থোয়াইচিমং মারমা (বড় মিয়া)।মোট ৩৩ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন, আহবায়ক মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: মফিজুর রহমান, আব্দুল করিম ও তোতা মিয়া। নির্বাচন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন। রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন,এই নির্বাচন শুধু একটি ওয়ার্ড কমিটি গঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিএনপি সবসময় জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে।

আমরা বিশ্বাস করি— আগামী জাতীয় নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘটাবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচন অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/অক্টোবর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test