E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে এ কে আজাদের অনুদান বিতরণের জন্য তৈরি প্যান্ডেল ভাঙচুর

২০২৫ অক্টোবর ১২ ১৩:১৯:০৬
ফরিদপুরে এ কে আজাদের অনুদান বিতরণের জন্য তৈরি প্যান্ডেল ভাঙচুর

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক সংসদ সদস্য এ কে আজাদের পক্ষ থেকে অনুদান বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করা হয়েছে। পরে ভাঙা প্যান্ডেলেই চরবাসীর সাথে মতবিনিময় করে তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সাবেক এমপি এ কে আজাদ। 

শনিবার দুপুরে নর্থচ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী ও জয়নাল মাতুব্বরের ডাঙ্গীতে পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় ২৫৫ পরিবারের হাতে মোট ৫ লাখ ১০ হাজার টাকা অনুদান তুলে দেন এ ব্যবসায়ী।

অনুদান বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মার পাড়ে ৪ ও ৫নং ওয়ার্ডে স্টেজ ও প্যান্ডেল করা হয়। রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ৫নং ওয়ার্ডের প্যান্ডেল ভেঙে সামিয়ানা খুলে নিয়ে যায়। পরে দুপুরে সেই ভাঙা প্যান্ডেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন এ কে আজাদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, ‘চরবাসীর সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। আমি এই এলাকার সন্তান তাই চরবাসীর নদী ভাঙার দুঃখ বুঝি। তবে এই নদী ভাঙার বড় একটি কারণ অবৈধ বালু উত্তোলন। রাতের আধারে এখনো বালু কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। এদের প্রতিহত না করতে পারলে নদী ভাঙন রোধ করা সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এ কে আজাদ।

(আরআর/এএস/অক্টোবর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test