E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মাছ শিকার, ৯ জেলে আটক 

২০২৫ অক্টোবর ১৩ ১৮:৪০:৫০
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মাছ শিকার, ৯ জেলে আটক 

ঈশ্বরদী প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে মাছ শিকারের অভিযোগে নয় জেলেকে আটক করেছে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পদ্মা নদীর  পাকশী ও লালপুর পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, পাশ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজলার নূরুল্লাপুর এলাকার মৃত মজিবার রহমানের ছেলে ময়নাল মন্ডল ও জয়নুল আবেদীন, একই এলাকার আশরাফ প্রাং এর ছেলে ফরহাদ হোসেন, মৃত টেংরা সরদারের ছেলে মনিরুল ইসলাম ও শামীম সরদার, মুনসুর রহমানের ছেলে নাঈমুদ্দীন, রেজাউল সরদারের ছেলে রুবেল সরদার, রশিদ সরদারের ছেলে রহিম সরদার এবং মৃত কাশেম বিশ্বাসের ছেলে শহীদুল বিশ্বাস।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নৌ পুলিশ এ অভিযান পরিচালনা করেছে। ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(এসকেকে/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test