E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরণী পার হতে চায়’

২০২৫ অক্টোবর ১৩ ১৮:৪৫:০১
‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরণী পার হতে চায়’

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাগেরহাট- ৩ (কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো. মনিরুল হক ফরাজী বলেছেন, জামায়াত এখন মায়া কান্না করে সংসদ নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তারা চিহ্নিত স্বাধীনতা বিরোধী হলেও দেশের স্বাধীনতার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেশী দরদ দেখাচ্ছে। 

আজ সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারের পানগুছি কনভেনশন সেন্টারে স্থানীয় বিএনপি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াত পিআর-পিআর করে গলাবাজি করে আজ দেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকার হুমকির মুখে ফেলেছে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে মুক্তর জন্য যে ৩১দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়নে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত হতে হবে। বিএনপি সব ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী।

খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভায় জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খান মনিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা অহিদুল ইসলাম পল্টু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

(এস/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test