E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে গণধর্ষণ মামলার আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

২০২৫ অক্টোবর ১৩ ১৮:৫৩:৩৪
ফরিদপুরে গণধর্ষণ মামলার আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. মশিউর রহমান পুলক (২৬)‌কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব জানায়, গত শনিবার রাতে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পুলক ফরিদপুর জেলার কোতয়ালী থানার গুহলক্ষীপুর এলাকার সামাদ ওরফে ইউনুসুর রহমানের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুন ২০২৫ তারিখ দুপুরে ফরিদপুর নিউমার্কেট এলাকায় ২০ বছর বয়সী এক তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলে একটি আবাসিক হোটেলে নিয়ে যায় আসামি মশিউর রহমান পুলক। সেখানে তাকে আটকে রেখে পুলক ও তার সহযোগীরা ১ জুন বিকেল থেকে পরদিন ২ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পর ভিকটিম নিজে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলাটি (নং-০৬, তারিখ ০৫/০৬/২০২৫) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) তৎসহ দণ্ডবিধির ৩৪৩/৫০৬ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর আসামিদের গ্রেফতারের অনুরোধ জানালে, র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় মূল আসামি মশিউর রহমান পুলককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

(ডিসি/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test