E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিক্ষকদের দাবী আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২৫ অক্টোবর ১৩ ১৯:৪৮:১৫
শিক্ষকদের দাবী আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আন্দোলণরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও শিক্ষকদের তিন দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্র-ছাত্রীরা। 

আজ সোমবার সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মধ্য জঙ্গলপট্টি পীর বাদশা মিঞা দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা মাদ্রাসা ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করেন।

বিক্ষোভ মিছিলকালে ছাত্র-ছাত্রীরা ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাই নাই বলে স্লোগান দেন। বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা বলেন, আমরা চাইনা আমাদের প্রিয় শিক্ষকরা রাজপথে থাকুক, আমরা চাইনা আমাদের শিক্ষকরা প্রেসক্লাবে গিয়ে আন্দোলন করুক। শিক্ষকদের আমাদের ক্লাসে ফিরিয়ে দেওয়া হোক। এজন্য শিক্ষকদের সকল যৌক্তিক দাবী মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল মজিদ জানান, শিক্ষকদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাদ্রাসায় ক্লাস বর্জন কর্মসূচী পালন করা হয়। এসময় ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজ উদ্যোগে মাদ্রাসা চত্বরে বিক্ষোভ মিছিল পালন করে।

উল্লেখ্য, ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

(টিবি/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test