E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে মহিলা সমাবেশে অনুষ্ঠিত 

২০২৫ অক্টোবর ১৫ ০০:০৩:২৩
মহম্মদপুরে মহিলা সমাবেশে অনুষ্ঠিত 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরা-২আসনের সংসদ সদস্য পদ  প্রার্থী মোঃ রবিউল ইসলাম নয়ন।

মঙ্গলবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রবিউল ইসলাম নয়ন বলেন,“তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে নারী সমাজের ভূমিকা অপরিসীম।গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে সুসংগঠিত করতে পুরুষের পাশাপাশি মহিলাদেরও এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন,“বিএনপি সরকার গঠনের মাধ্যমে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের মানুষের মুক্তি নিশ্চিত করবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”

সমাবেশে মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি ইয়াসমিন নাহার।

দীর্ঘ ১৬ বছর পর তেলিপুকুর এলাকায় এমন বৃহৎ মহিলা সমাবেশে উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন তৃণমূলের নারী নেত্রী ও কর্মীরা

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, উপস্থিত সকলকে পাড়া-মহল্লায় গিয়ে মা-বোনদের দ্বারে দ্বারে ধানেরশীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।

(বিএসআর/এএস/অক্টোবর ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test