E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চার মামলায় গ্রেফতার নড়াইলের সাবেক এমপি মুক্তি, কারাগারে প্রেরণ

২০২৫ অক্টোবর ১৫ ১৮:৩০:৪২
চার মামলায় গ্রেফতার নড়াইলের সাবেক এমপি মুক্তি, কারাগারে প্রেরণ

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে নড়াগাতি ও কালিয়া থানায় দায়ের হওয়া চারটি ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানোর জন্য পুলিশের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে আসামিপক্ষের করা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আজ বুধবার সকালে সংশ্লিষ্ট আমলি আদালত তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, নড়াগাতি থানার জি আর মামলা নম্বর ৬৩/২৪ ও ৬১/২৪, এবং কালিয়া থানার জি আর মামলা নম্বর ১২৪/২৪ ও ১৪৩/২৪—এই চারটি মামলার তদন্তকারী কর্মকর্তারা পৃথকভাবে আদালতে আবেদন জানান।

আবেদনে তারা উল্লেখ করেন, তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট আসামি নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে আটকাদেশ (রিমান্ড) চাওয়া প্রয়োজন। উভয় পক্ষের শুনানি ও মামলার প্রাথমিক তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালতের বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাদের আবেদন মঞ্জুর করে গ্রেফতার দেখানোর অনুমতি দেন। এছাড়া, জামিন আবেদনও নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। বুধবার (১৫ অক্টোবর) আদালতে হাজির করার জন্যই তাকে ঢাকা থেকে নড়াইলে আনা হয়। এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

(আরএম/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test