E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বড়দের হাত ধোয়ার কৌশল শেখালো শিশুরা

২০২৫ অক্টোবর ১৫ ১৮:৩৭:৫৩
বড়দের হাত ধোয়ার কৌশল শেখালো শিশুরা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে হাত ধোয়ার ছয়টি কৌশল ত্রিশ সেকেন্ডের মধ্যে উপস্থিত বড়দের সুনিপুণভাবে শেখালো শিশুরা। পাঁচ বছর বয়সী এসব শিশুদের হাত ধোয়ার বিজ্ঞানসম্মত পদ্ধতি দেখে অভিভূত হন এলাকাবাসী এবং সঠিক নিয়মে হাত ধোয়ার অঙ্গীকার করেন।

সরকারিভাবে 'হাত ধোয়ার নায়ক হোন' এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'জীবন বাঁচান, হাত পরিস্কার করুন' প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিশ্ব ধোয়া দিবসের এক অনুষ্ঠানে বড়দের হাতধোয়ার কৌশল শেখায় শিশুরা।

ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নে দক্ষিণ বাটিকামারী গ্রামে সিডস কর্মসূচির প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানে এই হাত ধোয়ার কৌশল শেখানো হয়।

আজ বুধবার বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় একযোগে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সদর উপজেলার গ্রাম পর্যায়ে উৎসবমূখর পরিবেশে হাত ধোয়া দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করে সংস্থাটি।

অনুষ্ঠান উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত ডেভরেসোনান্স সংস্থার প্রধান নির্বাহী নাজমে সাবিনা, পলবান্ধা ইউনিয়ন পরিষদের সদস্য নূর ইসলাম, মিনা বেগম, উন্নয়ন সংঘের সিডা কর্মসূচির মনিটরিং অফিসার মনিরুজ্জামান, শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম, কৃষিবিদ মজিদুল হক, উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান প্রমুখ।

প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন শিশু শিক্ষার্থী একে একে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেয়।

উল্লেখ, সিডস কর্মসূচির আওতায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২৬ টি প্রাক প্রাথমিক বিদ্যালয় ও তিনটি ব্রিজ স্কুলে ৫৮০ জন শিশু, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তি, জন প্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং এনজিও প্রতিনিধিসহ দুই সহস্রাধিক মানুষ অংশ নেন।

হাত ধোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই সঠিক নিয়মে হাত ধোয়াসহ পরিস্কার পরিচ্ছন্নতা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা করবেন বলে অঙ্গীকার করেন।

বক্তারা হাত না ধোয়ার কুফল এবং হাত ধোয়ার সুফল সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা করেন। একই সাথে চলমান টায়ফয়েড ক্যাম্পেইনে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

(আরআর/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test