E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে বেকারদের ডিজিটাল অর্থনীতিতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

২০২৫ অক্টোবর ১৫ ১৮:৫৯:৩৫
জামালপুরে বেকারদের ডিজিটাল অর্থনীতিতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

রাজন্য রুহানি, জামালপুর : দেশে বেকারত্ব হ্রাসে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির জন্য জামালপুরে ফেসবুক মার্কেটিং ও ভিডিও কনটেন্টে দক্ষ করে গড়ে তুলতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপী গৃহীত এ কর্মশালা শুরু করেছে পল্লী উন্নয়ন একাডেমি।

আজ বুধবার সকালে একাডেমির হলরুমে শুরু হওয়া কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আনোয়ার হোসেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতিতে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে অংশগ্রহণকারীদের ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ করে ফেসবুক মার্কেটিং ও ভিডিও কনটেন্ট তৈরিতে দক্ষ করে গড়ে তোলা। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অনলাইন ব্যবসা সম্প্রসারণ, ব্র্যান্ড প্রচার এবং গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ প্রদান করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. হাসান। তিনি প্রশিক্ষণার্থীদের ডিজিটাল মার্কেটিংয়ের আধুনিক কৌশল, বিজ্ঞাপন বিশ্লেষণ ও কনটেন্ট তৈরির বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এ উদ্যোগ অনলাইন প্লাটফর্মে জড়িত থাকা ব্যক্তিদের কর্মসংস্থানসহ ব্যবসার ডিজিটাল সম্প্রসারণে এক নতুন দিক উন্মোচিত হবে।

(আরআর/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test