E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন 

২০২৫ অক্টোবর ১৫ ১৯:১১:০৭
ফরিদপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় পরিণত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (ফরিদপুর জেলা শাখা) ও ফরিদপুরের বিভিন্ন এনজিও।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস. এম. আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. এ. সামাদ, প্রতিবন্ধী থেরাপিস্ট ডা. আব্দুল হাকিম এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. এ. আজাদ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ। সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা গেলে তারা দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিবন্ধীদের পক্ষ থেকে বিপ্লব কুমার মালো ও আব্দুল কুদ্দুস বিভিন্ন দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনজনকে হুইলচেয়ার (১. বেলায়েত শেখ, ২. আদনান, ৩. তুষার) এবং ১১ জনকে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test