E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিখোঁজের একদিন পর ঈশ্বরদীতে হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

২০২৫ অক্টোবর ১৬ ১৫:০৯:৪৯
নিখোঁজের একদিন পর ঈশ্বরদীতে হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর ইমান আলী প্রামাণিক (৫৭) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা সুগার মিলস সংলগ্ন একটি ঝোঁপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমান আলী প্রামাণিক দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামাণিকের ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বাবা প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে মোটরচালিত অটোভ্যান নিয়ে ভাড়া টানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার মোবাইলে বারবার ফোন করেও কোনো সারা না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান, তাদের বাড়ির পাশের পাবনা সুগার মিলসের পাশে একটি ঝোঁপে মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে ইকবাল হোসেন মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করে মরদেহ ঝোঁপে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ঘটনাটি খুন বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ছিনতাইকারীরা রাতে ইমান আলীর অটোভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ঝোঁপে ফেলে রাখে বলে স্থানীয়দের ধারণা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

(এসকেকে/এএস/অক্টোবর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test