ফরিদপুরে যৌতুকের জন্য পাশবিক নির্যাতনের শিকার সেই গৃহবধুর ঢাকায় মৃত্যু

রিয়াজুল রিয়াজ, বিশেষ : ফরিদপুরে পাঁচ লক্ষ টাকা যৌতুকের জন্য শ্বশুরবাড়িতে পাশবিক নির্যাতনের শিকার স্থানীয়ভাবে তুমুল আলোচিত সেই গৃহবধু কাকলী বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বসুরনসিংহদিয়া গ্রামে তাঁর বাবার বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হন তিনি। এসময় তাঁর ছোট সন্তান ছয় বছরের মেয়ে মীম (৫) ছাড়া শ্বশুরবাড়ির কেউ সেখানে উপস্থিত ছিলেন না। একমাত্র ছেলে ইব্রাহিম (১৫)কে নিয়ে নিহত কাকলীর স্বামী এরশাদ শেখ (৪০) পলাতক থাকায় তারা কেউ দাফনের সময় কাকলীকে শেষ বিদায় জানাতে আসেননি।
এর আগে, বুধবার দিবাগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রায় একমাস সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকা নির্যাতনের শিকার ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত কাকলীর বেগমের লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরে তাঁর বাবার বাড়ীতে পৌঁছালে সেখানে নেমে আসে শোকের মাতম। এলাকাবাসী, আত্নীয় স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ ওই এলাকার প্রায় সকল শ্রেণী পেশার জনগণ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন।
এর আগে, ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুরের বিন্নাকান্দি শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য পাশবিক নির্যাতনের শিকার গৃহবধু কাকলী ঘাস মরা বিষ পানে হাসপাতালে ভর্তি আছেন, এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক কনটেন্টে ও বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমও এ বিষয়ে খবর প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ওই বর্বরোচিত পাশবিক নির্যাতন ও যৌতুক দাবি বিষয়ক যাবতীয় তথ্যের বর্ণনা তুলে ধরে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর কাকলীয় বাবা মো. আক্কাছ আলী পাটোয়ারী। নারী ও শিশু নির্বাচন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১/গ ধারা মোতাবেক করা ওই মামলায় (মামলা নং ৫৭, তারিখ- ২৮ সেপ্টেম্বর' ২০২৫ ইং) ভুক্তভোগী কাকলী বেগমের স্বামী এরশাদ শেখ (৪০) কে প্রধান আসামি করে এবং এরশাদের মা জমেলা খাতুন (৬০) ও বাবা তোঁতা শেখ (৬৮)কে যথাক্রমে দুই ও তিন নম্বর আসামি করা হয়েছে।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান 'উত্তরাধিকার ৭১ নিউজ'কে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,'মামলাটি যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ।'
এ বিষয়ে স্থানীয় জনতার সাথে কথা বলে এবং ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্বশুরবাড়িতে হঠাৎ দাবি করা পাঁচ লক্ষ টাকা যৌতুকের দিতে অস্বীকৃতি জানালে, কাকলী বেগম (৩৫) এর ওপর তাৎক্ষণিকভাবে অমানবিক পাশবিক নির্যাতন চালায় তাঁর স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি। চালানো হয় মানসিক নির্যাতন, করা হয় বিশ্রি ভাষায় গালিগালাজ। প্রায় ১৪/১৫ বছর আগে কাকলী ও এরশাদ তাদের বৈবাহিক জীবনের সূচনা করার কিছুদিন পর নতুন বৌয়ের কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করেন এরশাদ শেখ। পরে মেয়ের সুখের কথা চিন্তা করে এরশাদের দাবিকৃত পাঁচ লক্ষ টাকা দেন কাকলীর বাবা। যে টাকা দিয়ে জামাই এরশাদ দুবাই যান। দুবাই থেকে সর্বশেষ চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে দেশে আসেন প্রবাসী জামাই এরশাদ শেখ।
এরপর, সম্প্রতি আবারও বিদেশ যাওয়ার কথা বলে কাকলীর নিকট আরও পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করেন এরশাদ। কিন্তু এবার আর্থিক অবস্থা খারাপ থাকায় কাকলী তা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর চলে নিষ্ঠুর, অমানবিক, বর্বরোচিত নির্যাতন। শারিরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি বিশ্রি ভাষায় গালিগালাজও করেন তিনি। কাকলীকে পরপর চার দিন একটি ঘরে আটকে রাখা হয়, দেওয়া হয়না কোনো প্রকার খাবার। একদিকে ক্ষুদার্ত-দুর্বল আক্রান্ত শরীর, অপরদিকে শারিরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকেন এরশাদ, তার মা জামেলা ও বাবা তোঁতা। এসব বর্বরোচিত অত্যাচার সহ্য করতে না পেরে কৃষিকাজে জমির আগাছা দমনে ব্যবহৃত কিটনাশক (ঘাস মারা বিষ) খেয়ে ফেললে কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ কাকলী। এমসময় তাঁর শারিরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ন স্বামী এরশাদ শেখ। পরে তাঁকে ভর্তি করে কাকলীর বাবা-চাচাকে খবর দিয়ে তাকে ফেলে রেখে অন্যত্র চলে যান এরশাদ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাকলী বেগমের শারিরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাঁর পরিবার। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হতভাগা গৃহবধূ কাকলী বেগমের। স্বামী ও তাঁর পরিবারের দাবিকৃত যৌতুকের টাকা না দিতে পারায়, নিজ শ্বশুরবাড়িতে নিষ্ঠুরতম অমানবিক ও পৈশাচিক এমন নির্যাতনের শিকার হওয়া এক মা'য়ের কাছে, এমন পরিস্থিতিতে হয়তো 'মৃত্যু'টাকেই শ্রেয় পথ বলে মনে হয়! হয়তো
(আরআর/এএস/অক্টোবর ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়
- ‘বিমানবন্দরে আগুন পূর্বপরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে’
- নড়াইলে খাল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার
- আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করলো এনবিআর
- ‘শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, নেই আর বাড়ার শঙ্কা’
- মুক্তিবাহিনী কামালপুরে অবস্থানরত পাকসেনাদের বিরুদ্ধে দু:সাহসিক অভিযান চালায়
- ১৫ দিন ধরে বন্ধ আটলংকা বাজারের ২০টি দোকান
- সালথার ভাওয়াল ইউনিয়নে জাকের পার্টির সভা র্যালি
- বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যা, প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
- শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
- কাপাসিয়া সদর ইউনিয়ন আ.লীগের সভাপতির ইন্তেকাল
- কাপাসিয়ার রবু সাধুর পরলোকগমন
- হেমন্ত সন্ধ্যায় বাতাসে ছড়ালো মানবতার অকৃত্রিম সুর
- গোপালগঞ্জ-ঢাকা রুটে রেল চলাচলের দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে বন্দোবস্ত দলিলের জমি উদ্ধারের নামে বাড়িতে আগুন, লুটপাট
- টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র ঢাল-সোরকি জমা দেওয়ার নির্দেশ
- বিবদমান জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ও স্বেচ্ছাসেবকদল নেতাসহ আহত ৬
- অর্থায়নের চতুর্মুখী সংকট
- গাজীপুরের শিমুলতলীতে অবৈধ মেলায় লটারীর নামে জুয়ার আসর, বিক্ষোভে উত্তাল জনতা
- ভূমিহীন নেতা শহীদুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা
- ঈশ্বরগঞ্জে ছাত্র শিবিরের নবীন বরণ
- জাতিসংঘ দিবস: বৈশ্বিক সহযোগিতা ও দায়িত্ববোধের আহ্বান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- ‘শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত’
- টাইমস স্কয়ারে দুর্গাপূজা
- মুক্তিবাহিনী কামালপুরে অবস্থানরত পাকসেনাদের বিরুদ্ধে দু:সাহসিক অভিযান চালায়
- ঘুণে ধরা সমাজের গল্প বলবে ‘খেলার পুতুল’
- আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা
- যে পানি মেটাতে পারে চুল ও ত্বকের সমস্যা
- সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নারী-শিশুসহ নিহত ৯
- অমলকান্তি
- কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের
- বিশ্বনাথে ত্রাণ নিয়ে বানভাসিদের পাশে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
- জিটি ৩০ ৫জি উন্মোচন করলো ইনফিনিক্স
- ‘বেতন এত কম যে টাকার অংক বলতে লজ্জা হয়’
- ‘রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে’
- আফরোজা রূপার কণ্ঠে এলো ‘শ্রাবণের ধারার মতো’
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- ‘আমার বাবার কাছেও এমন ঘটনা কখনও শুনিনি’
- চিঠি দিও
- সারাদিন বাইসাইকেলে ঘুরে ‘ছিট কাপড়’ বিক্রি করে সংসার চালান রাবেয়া
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
- বন্যার্তদের পাশে ‘আমরা ঈশ্বরদীবাসী’ নামে মানবিক সংগঠনের আত্মপ্রকাশ
- র্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকে গেল বাংলাদেশ