E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে সুবর্ণচর-হাতিয়া শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন  

২০২৫ অক্টোবর ১৭ ১৪:৫৩:১৫
নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে সুবর্ণচর-হাতিয়া শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন  

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালীর সুবর্ণচর-হাতিয়া প্রতিনিয়ত ভাঙ্গছে মেঘনা নদীর পাড়, এরই মধ্যে কয়েক হাজার ঘর বাড়ী বিলিন হয়ে গেছে নদীর পেটে। নদী ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে সুবর্ণচর এবং হাতিয়া উপজেলার স্কুল কলেজের  হাজার হাজার শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

১৭ অক্টোবর (শুক্রবার) বেলা ১১ টায় ভাঙ্গন কবলিত এলাকা চানন্দী ইউনিয়ন দরবেশ বাজারে মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার গুলো।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলার হাজী মোশারফ হোসেন কলেজের শিক্ষার্থী মোঃ সামাদ উদ্দিন চাঁদ মিয়া, ফাতেমা খাতুন,জান্নাতুল ফেরদৌসি, মাইমুনা আক্তার, শিক্ষিকা রোমানা আক্তার, আশ্রাফুল ইসলাম রাকিব, পিংকি রানী, আজাদ হোসেন আনসারী, মোবারক করিম, হাতিয়ার বিশিষ্ঠ সমাজ সেবক এমকে বেলাল হোসেন, বোরহান শিকদার, আলা উদ্দিন, মোঃ কবির, মোঃ সুমন, রিদম কেরানী, আবু্ল কালাম প্রমুখ।

মানববন্ধনে বর্তমান অন্তবর্তিকালিন সরকারের প্রধান উপদেষ্ঠা ডক্টর ইউনুছ এর দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে সুবর্ণচর এবং হাতিয়া নদীর পাড়ে বসবাস কারি হাজার হাজার মানুষের ঘরবাড়ী বিলিন হয়ে গেছে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে, স্কুল, কলেজ,মাদ্রাসা,মসজিদ মন্দিরসহ নানা শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মিয় প্রতিষ্ঠান, ব্রিজ পোল, কালবাট,রাস্তাঘাট নদীর পেটে চলে গেছে তাই অতি দ্রুত ব্লক নির্মান এবং জিও ব্যাগ পেলে নদী ভাঙ্গণ রোধ করে লাখ লাখ মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

(আইইউএস/এএস/অক্টোবর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test